এই পেজে ইউজারনেম এবং ইমেইল দিয়ে একাউন্ট সার্চ করা যাবে। এখানে লক্ষ্যণীয় যে, ইউজারনেম অথবা ইমেইল যেকোন একটি অপশন দিয়ে একাউন্ট সার্চ দিতে হবে। একইসাথে দুইটিই অপশন দিয়ে নয়। ইউজারনেম অথবা ইমেইল ঠিকভাবে দিয়ে সার্চ করলে আপনার ইমেইলে নিচের চিত্রের মত একটি পাসওয়ার্ড রিসেট লিংক যাবে।