Taibah Academy
  • তাইবাহ ক্যাম্পাসে একাউন্ট খুলবেন কীভাবে?
  • ফ্রি কোর্সে এনরোল করবেন কীভাবে?
  • ইসলামী আকীদার পরিচয় (Non Dipoma) - ফ্রী কোর্সে এনরোল করবেন কীভাবে?
  • তাইবাহ ক্যাম্পাসে পাসওয়ার্ড রিসেট করবেন কীভাবে?
Powered by GitBook
On this page

Was this helpful?

তাইবাহ ক্যাম্পাসে পাসওয়ার্ড রিসেট করবেন কীভাবে?

তাইবাহ একাডেমির অনলাইন ক্যাম্পাস ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে গেলে নিচের প্রক্রিয়া অনুসরণ করে খুব সহজেই পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এবং নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

Previousইসলামী আকীদার পরিচয় (Non Dipoma) - ফ্রী কোর্সে এনরোল করবেন কীভাবে?

Last updated 2 years ago

Was this helpful?

প্রথমে লগ ইন পেইজে যেতে হবে। তারপর "Lost Password?" এর উপর ক্লিক করতে হবে।

লগ ইন পেইজঃ campus.taibahacademy.com

"Lost Password?" এ ক্লিক করলে নিচের চিত্রের মত একটি পেইজ আসবে।

এই পেইজে আপনার একাউন্টের ইউজারনেম অথবা ইমেইল লিখে একাউন্ট সার্চ করতে হবে। এখানে লক্ষ্যণীয় যে, ইউজারনেম অথবা ইমেইল যেকোনো একটি সঠিকভাবে লিখতে হবে এবং Search বাটনে ক্লিক করতে হবে। একইসাথে ইউজারনেম ও ইমেইল লেখা যাবেনা। ইমেইল এড্রেস লিখলে, সঠিক বানানে লিখুন।

ইউজারনেম অথবা ইমেইল এড্রেস সঠিকভাবে লিখে সার্চ বাটনে ক্লিক করার পর নিচের ছবির মতো একটি পেইজ আসবে।

Continue বাটনে ক্লিক করুন।

এবার আপনার ইমেইলের ইনবক্স চেক করুন। সেখানে "Taibah Academy: Password Reset Request" একটি ইমেইল পাবেন। সেই ইমেইলটি খোলার পর নিচের চিত্রের মত একটি পাসওয়ার্ড রিসেট লিংক পেয়ে যাবেন।

উক্ত লিংকে ক্লিক করার পর নিচের ছবির মতো একটি পেইজ আসবে।

এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।

New Password: সর্বনিম্ন ৫ অক্ষরের পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ডের মধ্যে অন্ততঃ একটি সংখ্যা এবং একটি ছোট হাতের ইংরেজি অক্ষর থাকতে হবে।

তারপর লগ ইন পেইজে গিয়ে প্রথম ঘরে আপনার ইমেইল অথবা ইউজারনেম লিখবেন এবং দ্বিতীয় ঘরে নতুন পাসওয়ার্ডটি লিখে লগ ইন করতে পারবেন।

ছবি: লগ ইন পেইজ
ছবি
ছবি
ছবিঃ পাসওয়ার্ড রিসেট লিংক সংবলিত ইমেইল
ছবিঃ নতুন পাসওয়ার্ড সেট করার পেইজ