ইসলামী আকীদার পরিচয় (Non Dipoma) - ফ্রী কোর্সে এনরোল করবেন কীভাবে?

নিচে তাইবাহ একাডেমির ফ্রি কোর্সসমূহে এনরোল করার প্রসেস দেখানো হয়েছে।

তাইবাহ একাডেমির ফ্রি কোর্সে এনরোল করার জন্য প্রথমে আপনাকে তাইবাহ ক্যাম্পাসে একাউন্ট তৈরি করা থাকতে হবে।

তারপর https://campus.taibahacademy.com লিংকে গিয়ে আপনার ইউজারনেম অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

রেজিস্টার করা না থাকলে https://docs.taibahacademy.com লিংকে দেখানো পদ্ধতি অনুসরণ করে আগে একাউন্ট তৈরি করতে হবে। লগ-ইন করার পর নিচের ছবির মত ড্যাশবোর্ড দেখা যাবে।

মেনু থেকে Courses এর উপর ক্লিক করুন।

তারপর Short Courses এর উপর ক্লিক করুন

তাহলে "ইসলামী আকীদার পরিচয় (Non Diploma)" দেখতে পারবেন। কোর্সের উপর ক্লিক করুন

এরপর "ইসলামী আকীদার পরিচয় (Non Diploma)" কোর্সের উপর ক্লিক করলে নিচের চিত্রের মত এনরোল এর অপশন দেখা যাবে।

চিত্রের Enrol me বাটনে ক্লিক করলে উক্ত কোর্সে এনরোল হয়ে যাবে। এনরোল হয়ে গেলে কোর্সের মডিউলগুলো দেখা যাবে। প্রতিটি মডিউলে একটি পিডিএফ নোট, একটি ক্লাস ভিডিও ও একটি পরীক্ষা রয়েছে। ভিডিও দেখে, নোট পড়ে পরীক্ষাগুলো পর্যায়ক্রমে দিতে হবে। সবশেষে ফাইনাল পরীক্ষা দিলে কোর্সটি সম্পন্ন হয়ে যাবে।

Last updated