তাইবাহ ক্যাম্পাসে একাউন্ট খুলবেন কীভাবে?
নিচে ধাপে ধাপে তাইবাহ একাডেমির ক্যাম্পাসে একাউন্ট খোলার প্রসেস দেখানো হয়েছে।
Last updated
নিচে ধাপে ধাপে তাইবাহ একাডেমির ক্যাম্পাসে একাউন্ট খোলার প্রসেস দেখানো হয়েছে।
Last updated
তাইবাহ একাডেমির ক্যাম্পাসে রেজিস্টার করার জন্য প্রথমে আপনাকে https://campus.taibahacademy.com এই লিংকে যেতে হবে।
উক্ত লিংকে গেলে নিচের ছবির মত Log in পেইজ আসবে
নতুন একাউন্ট তৈরির জন্য উপরের ডানদিকে 'Create New Account' বাটনে ক্লিক করতে হবে। তারপর নিচের ছবির মত একাউন্ট তৈরির পেজ আসবে।
Username: এখানে নতুন একাউন্টের জন্য একটি ইউজারনেম লিখতে হবে। ইউজারনেমটি ইউনিক হতে হবে যা অন্য কেউ ব্যাবহার করেনি, ইউজারনেমটি সম্পূর্ণ ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হবে এবং ইউজারনেম এর মধ্যে কোন ফাঁকা স্থান রাখা যাবেনা। প্রয়োজনে ইংরেজি সংখ্যাও যুক্ত করা যাবে। উদারহণঃ taibah123
Email Address: এখানে আপনার সচল ইমেইল (জিমেইল/ ইয়াহু/ আউটলুক ইত্যাদি) এড্রেসটি সঠিকভাবে লিখতে হবে।
Password: সর্বনিম্ন ৫ অক্ষরের পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ডের মধ্যে অন্ততঃ একটি সংখ্যা এবং একটি ছোট হাতের ইংরেজি অক্ষর থাকতে হবে।
অতঃপর অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ‘Create my new account' বাটনে ক্লিক করলে একাউন্ট তৈরির প্রথম ধাপ সম্পন্ন হবে এবং আপনার ইমেইল ঠিকানায় নিচের মতো একটি Account Confirmation ইমেইল যাবে।
Account Confirmation ইমেইলের মধ্যে থাকা লিংকে ক্লিক করলে একাউন্ট তৈরির দ্বিতীয় ধাপ সম্পন্ন হবে এবং আমাদের অনলাইন ক্যাম্পাসে আপনার একাউন্টটি ব্যবহারের জন্য প্রস্তুত হয় যাবে। এরপর থেকে আপনি https://campus.taibahacademy.com লিংকে গিয়ে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে Log in করতে পারবেন।
Log in পেইজের প্রথম ঘরে আপনার ইউজারনেম অথবা ইমেইল এবং নিচের ঘরে পাসওয়ার্ড লিখে 'Log in' বাটনে ক্লিক করুন। তাহলে আপনি নিচের ছবির মত ড্যাশবোর্ড দেখতে পারবেন।